আদিতমারীতে গাঁজাসেবীর কারাদন্ড

লালমনিরহাটের আদিতমারীতে আমির হোসেন (৩০) নামে এক গাঁজাসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার, ১৮ মার্চ দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। দ্বন্ডপ্রাপ্ত গাঁজাসেবী আমির হোসেন উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল এলাকার মৃত মোবারকের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল এলাকায় আমির হোসেন তার বাড়ীতে প্রকাশ্যে গাঁজা সেবন করছিল । এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ওই বাড়িতে ভ্রাম্যমাস আদালত পরিচালনা করেন। এ সময় গাঁজাসেবন অবস্থায় হাতেনাতে আমির হোসেনকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।

প্রকাশ্যে গাঁজাসেবনের দায়ে আমির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আমির হোসেনকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এনএ/রাতদিন

মতামত দিন