লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিজের ও টিউশনির জমাকৃত অর্থ দিয়ে করোনায় কর্মহীন অসহায় দুস্থদের খাবার কিনে দিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী। ওমর ফারুক নামের ওই শিক্ষার্থী ৪০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার, ২৮ এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকার ওই সব দুস্থ্যদের খাবার কিনে দেন ওমর ফারুক।
ওমর ফারুক উপজেলার মহিষখোচা ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের আবু ইয়াহিয়ার ছেলে। এছাড়া তিনি ঢাকা কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা কলেজস্থ লালমনিরহাট ছাত্র কল্যান পরিষদের সাধারন সম্পাদক।
এ বিষয়ে তিনি জানান, আমি আগে থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি। এছাড়া আমার সাধ্যমত বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এছাড়া সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ এই কঠিন সময়ে অসহায় দুস্থদের পাশে দাড়াবেন।
খাদ্য সহায়তার মধ্যে আটা, ছোলা, চিনি, সেমাই, ডাল, তেল, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা কলেজের লালমনিরহাট ছাত্র কল্যান পরিষদের সাবেক সভাপতি ও হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন জানান, ‘ফারুক অনেক আগে থেকেই সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে আসছে। তার এই কার্যক্রম অনুসরনযোগ্য।’