আদিতমারীতে পানি-পাটক্ষেত থেকে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারীতে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার, ২৭ জুলাই পৃথকস্থান থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন  মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার ইদ্রীস আলীর ছেলে গালিব হোসেন(৭)। অপরজন হলেন লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার আবুল কালামের ছেলে বেলাল হোসেন(৩০)। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগীপাড়া (জোড়াদেবী) এলাকার একটি পাটক্ষেত থেকে বেলালের মরদেহ উদ্ধার করা হয়।

গত শনিবার, ২৫ জুলাই রাতে সাপ্টিবাড়ি বাজারে একজনের দেখা করতে এসে আর বাড়ি ফিরেনি সদ্য বিবাহিত বেলাল হোসেন। পরে তার মা জরিনা বেগম গতকাল রোববার  লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা বেলালকে হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে পালিয়ে গেছে।

এদিকে মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াব্দা ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয় শিশু গালিবের মরদেহ।

তার পরিবারের লোকজন জানায়, গতকাল দুপুরে বাড়ির বাইরে গিয়ে  আর ফিরেনি গালিব হোসেন। এই অবস্থায় আজ সকালে বাড়ির অদূরে ওই ব্রীজের নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

আদিতমারীর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য বেলালের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এবি/রাতদিন