আমিরাতের প্রথম মহাকাশচারীকে লাল গালিচা সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হাজ্জাজ-আল মানসুরি আটদিনের মহাকাশ সফর শেষে পৃথিবীতে পা রেখেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফর শেষে শনিবার, ১২ অক্টোবর তাকে আমিরাতে স্বাগত জানানো হয়।

রাজধানী আবুধাবি বিমানবন্দরে হাজ্জাজ আল মানসুরিকে স্বাগত জানান আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বিমানবন্দরে হাজ্জাজ আল মানসুরিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সে সময় দু’পাশে লাইন ধরে নারী, পুরুষ, শিশুরা দেশের প্রথম নভোচারীকে এক পলক দেখার জন্য ভিড় জমান। এই ভ্রমণে হাজ্জাজ আল মানসুরির সঙ্গে ছিলেন তার সহকর্মী সুলতান আল নিয়াদি।

২০২১ সালের মধ্যে মঙ্গলগ্রহে মনুষ্যবিহীন যান পাঠানোর পরিকল্পনা রয়েছে আরব আমিরাতের।

শান্ত/রাতদিন