ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় ঈদ বুধবার

জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ঈদের চাঁদ দেখা যায়নি। আজ ৩ জুন, সোমবার ২৯ রমজানে এই দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় কাল মঙ্গলবারও রোজা রাখতে হবে। ফলে এ বছর তাদের ৩০ টি রোজা রাখতে হচ্ছে।

আজ চাঁদ দেখা না যাওয়ায় এই দেশগুলোতে ৫ জুন, বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখা নিয়ে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৫ জুন (বুধবার) ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে যাবে ঈদ। সেক্ষেত্রে ঈদ হবে ৬ জুন (বৃহস্পতিবার)।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এতে সভাপতিত্ব করবেন।

এইচএ/রাতদিন