ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। তারা বলছে ওই ড্রোনটি গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত হচ্ছিলো।
শুক্রবার, ২ আগষ্ট বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়। খবর পার্সটুডের।
এ খবরের সত্যতা স্বীকার করে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, গাজার উত্তরে তাদের ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে কী উদ্দেশ্যে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা তারা উল্লেখ করেনি।
অভিযোগ রয়েছে, ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়।
প্রসংগত, ইসরাইলের দখলে থাকা নিজেদের ঘরবাড়ী ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসীরা। শুক্রবারও গাজা সীমান্তে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা।
শান্ত/রাতদিন