ঈদের আগে গৃহাভিমুখী যাত্রিদের চাহিদা পূরণে অতিরিক্ত ৬৩ টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। এর মধ্যে ঢাকা-সৈয়দপুর রুটে থাকবে ২১টি অতিরিক্ত ফ্লাইট।
বেসরকারি এই বিমান সংস্থা ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত এই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বাসস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ইউএস বাংলা ঢাকা-সৈয়দপুরে ২১টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও যশোরে ২৯টি, রাজশাহীতে ৭টি, বরিশালে ৩টি ও চট্টগামের উদ্দেশে ৩টি ফ্লাইট পরিচালনা করবে।
অতিরিক্ত ফ্লাইট ব্যতিরেকে ইউএস বাংলা তার নিয়মিত ফ্লাইট চালু রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুটে ২টি বিমান চলাচল করছে। এছাড়াও নিয়মিতভাবে চট্টগ্রামে ৪টি, সিলেটে ৩টি, কক্সবাজারে ২টি, যশোরে ২টি, এবং রাজশাহীতে ১টি ও বরিশালে সাপ্তাহিক ৩টি নিয়মিত ফ্লাইট রয়েছে।
দেশের বাইরে কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংঝৌ, ব্যাংকক, মাসকট ও দোহাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা।
জেএম/রাতদিন