ঈদ উদযাপনে প্রস্তুত পশ্চিমবঙ্গ, প্ররোচনায় পা না দেয়ার আহ্বান

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উত্‍সব ঈদ উল আযহা যথাযোগ্য মযার্দায় পালনে প্রস্তুত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এ উপলক্ষে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উত্‍সব উদযাপনের আবেদন জানিয়েছেন বিভিন্ন ধর্মের ধর্ম গুরুরা।

রবিবার, ১১ আগষ্ট অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।   

এই উত্‍সব শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপন করার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সদস্যরা।

মাইনোরিটি ফোরামের পক্ষ থেকে ওই সাংবাদিক সম্মেলনে ফোরামের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, বিজেপির ভূমিকা একেবারেই ভালো নয়। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান তিনি। পশ্চিমবঙ্গের চিরাচরিত সম্প্রীতির যে আবহ রয়েছে তা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে কলকাতার নাখোদা মসজিদের ইমাম সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, তাদের এই কুরবানীর মধ্য দিয়ে যাতে অন্য কোন ধর্মের মানুষ আঘাত না পান।

এদিনের সাংবাদিক সম্মেলনে সব ধর্মের ধর্মগুরুরা অংশগ্রহণ করেন। তাদের সকলেই ঈদ উল আযহা উত্‍সবে সম্প্রীতির আহ্বান।

জেএম/রাতদিন