উত্তরবাংলা কলেজে গান গাইতে আসছেন সাবিনা ইয়াসমিন

লালমিনরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজে ছয় দিনব্যাপী ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপনের দ্বিতীয় দিনে গান গাইতে আসছেন সাবিনা ইয়াসমিন।

শুক্রবার, ২৭ ডিসেম্বর সকালে এ তথ্য নিশ্চিত করেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এএসএম মনওয়ারুল হক।

তিনি জানান, শুক্রবার, ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় উত্তরবাংলা বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রাঙ্গণে শুরু হবে এ সাংস্কৃতিক সন্ধ্যা। একই সঙ্গে মঞ্চ মাতাবেন সাবিনা ইয়াসমিনের সহকারী সংগীত শিল্পীরা।

সাবিনা ইয়াসমিনের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থাপনা করবেন উত্তরবাংলা কলেজের বাংলা বিভাগের প্রধান ড আবু শাহাদাত রুবেল। সেখানে ৬ হাজার রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা সাবিনা ইয়াসমিনের সাংস্কৃতিক সন্ধ্যা ফ্রিতে দেখতে পাবে। তবে বাইরের দর্শকদের কার্ড সংগ্রহ করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যগোষ্ঠী নাটক গীতি চন্দ্রামতি পরিবেশন করবেন । এ ছাড়াও রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গানসহ গ্রাম বাংলার নৃত্যানুষ্ঠান থাকবে অনুষ্ঠানজুড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

ছয় দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপনের এ আয়োজনে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী ও ভারতীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএ/রাতিদিন