উত্তরের ৭ জেলার ৮ দল নিয়ে পার্বতীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

দিনাজপুরের পাবর্তীপুরে বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২০ শুরু হয়েছে। “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না ” শ্লোগানকে সামনে রেখে চতুর্থবাবেরর মতো এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার, ৩ জানুয়ারী বিকেল ৩ টায় বেলাইচন্ডী বাস স্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক।

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চীনা কোম্পানি সনিক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. সু ইয়ং বাও।

বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি এ কে এম খুরশীদ আলম মজনু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা ও পাবর্তীপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দিন, মৈত্রী স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সাবেক কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি মো. আলমগীর কবির, সাধারণ সম্পাদক মো. বাবর আলী, যুগ্ম -সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের বিশেষ অতিথি চীনা কোম্পানি সনিক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. সু ইয়ং বাও বেলুন উড়িয়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি পরস্পরের মুখোমুখি হয়। এতে রাজশাহী কিশোর একাডেমি ৩ -১ গোলে গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করেন।

এতে নীলফামারীর মো. রোমেল রেফারির দায়িত্ব পালন করেন। আর সহকারি রেফারি ছিলেন কৃষ্ণ রায় ও লেবু খান। আর পুরো খেলাটির ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো. তইফুল ইসলাম তফু।

আগামী ১০ জানুয়ারী, শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় দিনাজপুরের পার্বতীপুর ইয়াং স্টার ক্লাব ও নওগাঁর ওয়েসিস ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।

উল্লেখ্য, পার্বতীপুরের বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড এলাকায় ১৯৩২ সালে প্রতিষ্ঠিত বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০২০ এ রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পার্বতীপুর ও সৈয়দপুরসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।

জেএম/রাতদিন