এক দিনে সর্বোচ্চ ৪১ জনের করোনা শনাক্ত নীলফামারীতে

এক দিনে সর্বোচ্চ ৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে নীলফামারী জেলায়। এর ফলে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা চার শ ছাড়িয়ে দাঁড়াল ৪০৭ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৩ জন। মারা গেছেন ৭ জন।

শনিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১৪ জন এবং ঢাকার শেরেবাংলা নগরের এনআইএলএমআরসি পিসিআর ল্যাব থেকে ২৭ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। জেলার সিভিল সার্জন রণজিত কুমার বর্মণ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নতুন করে করোনা পজিটিভ ৪১ জনের মধ্যে জেলা সদরে ১৪ জন, ডোমার উপজেলায় ২ জন, ডিমলা উপজেলায় ১ জন, জলঢাকা উপজেলায় ৭ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৫ জন ও সৈয়দপুর উপজেলায় সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেনসহ ১২ জন আছেন।

জেলায় পরীক্ষার জন্য মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫৭৫টি। ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৪৪৪টি নমুনার।

এবি/রাতদিন