রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এখন থেকে প্রতিটি বিজয় দিবস ও স্বাধীনতা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশেতে রংপুর কেন্দ্রিয় শহীদ মিনারে সবার আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মুক্তিযোদ্ধারা। এরপরেই যথারীতি বিভাগীয় কমিশনার, মেয়র, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ অন্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এতদিন দিবসগুলোতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করতেন বিভাগীয় কমিশনার।
মঙ্গলবার, ১৯ মার্চ নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র।
স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তারবাড়ী ডট কম এ সংবর্ধনা ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রংপুর ইউনিট কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু ও কাউন্সিলর তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. এম এ হাকিম, ডা. আসিফ ফেরদৌস, ডা. মো. ফয়সাল আলম অভি, ডা. আবু রেজা মো. মাহমুদুল হক, ডা. মেফতাউল ইসলাম মিলন, ডাক্তার ডট বাড়ি কমের ডা. মোঃ নুরুনবী সজীব, ডা. রুদ্র, ডা. ইয়াসির আরাফাত, ডা. পলাশ কুমার গুন, ডা. সাজ্জানুর রহমান, ডা. নাসির উদ্দিন রিয়াদ, ডা. নিলয় ও ডা. শ্রী মুরালি প্রসাদ শর্মা।
সেখানে আরো ছিলেন ডাক্তারবাড়ি ডট কমের পরিচালক আতিকুল বারী জামী, মোরশেদুল আলম ও পলাশ তালুকদার।
এইচএ/রাতদিন