ওসিদের জনবান্ধব হতে হবে : রংপুরের এসপি

প্রত্যেকটি মানুষের আইনি সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে রংপুর জেলার সবকটি থানা জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন রংপুরে সদ্য যোগ দেয়া পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেছেন, ‌‘আইন সবার জন্য সমান। তাই আইনের সেবাপ্রত্যাশী সবার জন্যই থানা উন্মুক্ত। দিন যতই যাচ্ছে জনগণ ও পুলিশের সম্পর্কে উন্নতি হচ্ছে। সাধারণ জনগণ থানার ওসি চিনেন, এসপিকে নয়। তাই থানার ওসিদের জনবান্ধব হতে হবে।’

শনিবার, ২৭ জুলাই দুপুরে রংপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দ্যেশে বিপ্লব কুমার বলেন, ‘গণমাধ্যম কর্মীরা সমাজের থার্ড আই। তৃতীয় নয়ন যা দেখে, তা আমাদেরও অনেক সময় অজানা থাকে। তবে পুলিশ ও সাংবাদিকের কাজ ও সম্পর্কটা সমাজ, দেশ ও মানুষের ভালোর জন্য। আমরা যেমন অপরাধমুক্ত সমাজ চাই সাংবাদিকরাও তাই চান।’

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কার্যকর করতে রংপুর জেলা পুলিশ অপরাধ দমন ও অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

বিপ্লব কুমার বলেন, ‘অপরাধীর আলাদা কোনো পরিচয় থাকতে পারে না। অপরাধীর পরিচয় অপরাধী। সমাজ ও দেশের শত্রু তারা। তাই অপরাধীদের কোন দল-মত থাকতে নেই। আসন্ন ঈদুল আযহায় জেলার কোরবানির পশুর হাটগুলো অজ্ঞান পার্টি, দালাল চক্র ও জাল টাকার কারবারি প্রতারক চক্রের তৎপরতা রোধে সক্রিয় দায়িত্ব পালন করবে পুলিশ।’

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহীসহ জেলার পুলিশের  উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রেকর্ড সংখ্যক ২৩ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরষ্কারপ্রাপ্ত বিপ্লব কুমার সরকার গত ২৪ জুলাই রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন।

এনএইচ/ রাতদিন..