লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের পাটগ্রামে। পুরো আয়োজনে ছিলো গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া।
আজ শুক্রবার, ২৯ অক্টোবর উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামে দিনব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীন ঐতিহ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট বাচিক শিল্পী মো. শওকত আলী।
গ্রামীণ সংস্কৃতিকে সমৃদ্ধ করতে কলা গাছের ঢোঙা ও বাঁশের তৈরি গ্লাসে বিভিন্ন প্রকার গ্রাম্য খাবার পরিবেশন করা হয়।
দুপুরের খাবারেও ছিলো হারিয়ে যেতে বসা গ্রামীন খাবারের বৈচিত্রময় সমাহার। ছিলো শিদোল, মাছ, কচুশাক, ঢেকিশাক, কলিজি ভর্তা, পেলকা ইত্যাদি।
বিকেলে উৎসব পর্বের অনুষ্ঠানে কবিতা পাঠ, ভাওয়াইয়া, পল্লীগীতি পরিবেশন করা হয়। এছাড়াও ছিলো লটারীর আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী। উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, লালমনিরহাট জেলা সাহিত্য-সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও কবি ফেরদৌসি বেগম বিউটি, সাধারণ সম্পাদক ইরশাদ জামিল ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল মোর্শেদ।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন এনটিভি’র সিনিয়র সাংবাদিক একেএম মঈনুল হক।
আয়োজকদের মধ্যে পাটগ্রাম উপজেলা সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি সায়েদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক বেনু বেগম বিজলীসহ অন্যান্য সকল স্তরের সংস্কৃতিকর্মী রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেএম/রাতদিন