গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে ৪১ লক্ষাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষের।
ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশও এই মহামারীর সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে।
গতকাল শনিবার, ৯ মে পর্যন্ত দেশে এই ভাইরাসে ১৩ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, নতুন করে আগের ২৪ ঘণ্টায় আরো ৬৩৬ জন এতে আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত দেশে মারা গেছেন ২১৪ জন। বিপরীতে ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। এ এলাকায় এখন পর্যন্ত ৬ হাজার ৪২৩ জনের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আইইডিসিআর‘র ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী এক নজরে দেখে নিই কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন (৮ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য) :
- ঢাকা বিভাগ : ঢাকা সিটিতে ৬ হাজার ৪২৩ জন, ঢাকা জেলায় ২০৬ জন, গাজীপুরে ৩৩২ জন, কিশোরগঞ্জে ২০২ জন, মাদারীপুরে ৫৪ জন, মানিকগঞ্জে ২৮ জন, নারায়ণগঞ্জে ১,১৭৭ জন, মুন্সিগঞ্জে ২১২ জন, নরসিংদীতে ১৭১ জন, রাজবাড়ীতে ২৩ জন, ফরিদপুরে ২১ জন, টাঙ্গাইলে ৩১ জন, শরীয়তপুরে ৫৭ জন ও গোপালগঞ্জে ৫০ জন।
- চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রামে ২০৭ জন, কক্সবাজারে ৭৭ জন, কুমিল্লায় ১৬৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭ জন, খাগড়াছড়িতে ৩ জন, লক্ষ্মীপুরে ৫৮ জন, বান্দরবানে ৪ জন, রাঙ্গামাটিতে ৪ জন, নোয়াখালীতে ২৭ জন, ফেনীতে ৮ জন ও চাঁদপুরে ৫৫ জন।
- সিলেট বিভাগ : মৌলভীবাজারে ৩০ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৭০ জন ও সিলেটে ২৮ জন।
- রংপুর বিভাগ : রংপুরে ১২০ জন, গাইবান্ধায় ২৪ জন, নীলফামারীতে ৪১ জন, লালমনিরহাটে ১৩ জন, কুড়িগ্রামে ৩৪ জন, দিনাজপুরে ৩৮ জন, পঞ্চগড়ে ১০ জন ও ঠাকুরগাঁওয়ে ২৩ জন।
- খুলনা বিভাগ : খুলনায় ২০ জন, যশোরে ৭৯ জন, বাগেরহাটে ৩ জন, নড়াইলে ১৩ জন, মাগুরায় ১২ জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরায় ৪ জন, ঝিনাইদহে ৩৮ জন, কুষ্টিয়ায় ২০ জন ও চুয়াডাঙ্গায় ২৩ জন।
- ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহে ২১২ জন, জামালপুরে ১০৪ জন, নেত্রকোনায় ৬৮ জন ও শেরপুরে ৩০ জন।
- বরিশাল বিভাগ : বরগুনায় ৩৫ জন, ভোলায় ৭ জন, বরিশালে ৪৮ জন, পটুয়াখালীতে ২৮ জন, পিরোজপুরে ৬ জন ও ঝালকাঠিতে ১৩ জন।
- রাজশাহী বিভাগ : জয়পুরহাটে ৩৯ জন, পাবনায় ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, বগুড়ায় ১৮ জন, নাটোরে ১২ জন, নওগাঁয় ২৪ জন, সিরাজগঞ্জে ৬ জন ও রাজশাহীতে ২৬ জন।