করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২, আক্রান্ত ২৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে । এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন।

২১ মার্চ, শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।’

এসময় তিনি আরো বলেন, ‘আপনাদের একটি ভালো খবর দিতে চাই, মাত্র একটি জায়গায় সাতটি মেশিন দিয়ে পরীক্ষা করা হলেও এখন আরো আটটি জায়গায় পরীক্ষা করা হবে। সেগুলোর জন্য মেশিন আনা হচ্ছে। রাতারাতি সেগুলো স্থাপন করে ফেলা সম্ভব না। এগুলো স্থাপন করার জন্য অনেক জিনিসপত্র লাগে।’

তিনি বলেন, ‘আমরা হাসপাতালে যারা কর্মরত আছে, তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছি। এখনও যেগুলো গ্যাপ আছে, সেগুলো দেয়ার চেষ্টা করছি। আমরা চিন্তা করছি চীন থেকে কিছু বিশেষজ্ঞ ডাক্তার-নার্স আনার, যারা উহানে কাজ করেছেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আনা হবে।’

জেএম/রাতদিন