রংপুরের কাউনিয়ায় গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। আব্দুল গফফার (৪৮) নামে ওই ব্যাক্তি ডাল কাটতে গাছে উঠেছিলেন।
আজ রোববার, ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রাম এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফফার ওই এলাকার নজিবর রহমানের ছেলে। তিনি ব্যক্তি পেশায় মুদি দোকানি ছিলেন।
বালাপাড়া ইউনিয়নের পরিষদের সদস্য (মেম্বার) মন্তাজ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেনে।
তিনি জানান, রোববার সকাল ১০টার দিকে আব্দুল গফফার তার নিজ বাড়ির উঠানের মেহগনি গাছের ডাল কাটার জন্য গাছে উঠেন। উপরের ডালপালা কাটার পরে নিচে নামার সময় অসাবধানতা বশত তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফফারকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, গাছ থেকে নামতে গিয়ে অসতর্কতায় পা ফসকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছিলেন আব্দুল গফফার।
এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।
জেএম/রাতদিন