পার্বতীপুরে লাঠির আঘাতে একজনের মৃত্যু, পালিয়েছে ঘাতক

দিনাজপুরের পার্বতীপুরে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাঁশঝাড় সীমানায় পড়ে থাকার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার, ২৭ মার্চ নিহতের স্ত্রী নাসরিন জাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার  খাগড়াবন্দ গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্য  মোছাঃ রাশেদা বেগম এর পুত্র মোঃ শফিকুল ইসলাম লোকমান (৩৪)। তার শ্বশুর আমিনুল হকের সংগে প্রতিবেশী হালিমের স্ত্রী আদুরী বেগমের বাশঝাড় সীমানায় পড়ে থাকা নিয়ে বিতর্ক শুরু হয়।

বিতন্ডার সময় লোকমান এসে উপস্থিত হলে সাগর মিয়া (৪৫) নামের এক ব্যক্তি আচমকা তাকে আঘাত করেন। লাঠির আঘাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান লোকমান।

অভিযুক্ত সাগর ওই এলাকার মফিজুল হকের পুত্র।

ঘটনার পর থেকেই ঘাতক সাগর ও তার পরিবার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।