কালবৈশাখী-তাপদাহের আভাস, হতে পারে আকস্মিক বন্যা

চলতি মার্চ মাসে কালবৈশাখী ও তাপদাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তরপূর্বাঞ্চলে আকস্মিক বন্যারও শঙ্কা রয়েছে।

আজ রোববার, ১ মার্চ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে সাধারণত মার্চ-এপ্রিলে কালবৈশাখী, বজ্রপাত আর বজ্রঝড়ের প্রবণতা দেখা যায় বেশি।

পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

দেশের অন্যত্র তিন থেকে চার দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে।

চলতি মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) সামান্য কম থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওই আবহাওয়াবিদ বলেন, ‘বে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি ধরনের (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে’।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এবি/রাতদিন