কালীগঞ্জে ‘অবহেলার তারে’ জড়িয়ে কৃষিশ্রমিকের মৃত্যু, আহত ২

বিদ্যুতের তারে জড়িয়ে লালমনিরহাটের কালীগঞ্জে জাহেদুল ইসলাম নামে ৪৫ যণা বয়সী একজন কৃষিশ্রমিক মারা গেছেন। এসময় অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় আজ সোমবার, ১০ আগস্ট এ ঘটনা ঘটে।

নিহত জাহেদুল ওই এলাকার মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ জানায়, আমন ক্ষেতে কাজ করতে গিয়ে সেখানে পরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান জাহেদুল। এসময় তার চিৎকারে অপর দুই ব্যক্তি এগিয়ে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে মারা যান জাহিদুল। অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় লোকজন জানান, সেচপাম্প চালানোর জন্য ওই এলাকার শাহ আলম নামের এক ব্যক্তি খোলাতারে ওই ক্ষেতের ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। তবে সেচকাজ শেষ হওয়ার পরেও তিনি তা খুলে রাখেননি। পরবর্তিতে সেই তার মাটিতে পরে যায়। এলাকার লোকজন বারবার সেই তার সরিয়ে নিতে বললেও কর্ণপাত করেননি শাহ আলম।

হতাহতদের পরিবারের লোকজন অভিযোগ করেন, শাহ আলমের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।

এইচএ/রাতদিন