কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, মেশিন মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাস সংক্রামন রোধে প্রশাসনের ব্যস্ততার সুযোগে অবৈধ বালু উত্তোলনে মেতে উঠেছে একটি চক্র। এরকম এক ঘটনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এরশাদ হোসেন(৪৩) নামে এক ড্রেজার মেশিনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার, ৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত এরশাদ হোসেনের বাড়ী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মধুর বাজার এলাকায়। তিনি ওই এলাকার গেন্দার পাড় গ্রামের মৃত সৈয়দ মিয়া ছেলে ।

জানাগেছে, অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ওই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএ/রাতদিন