কালীগঞ্জে আবারো অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ী জেলে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জহুরুল ইসলাম(৫০)নামে ওই ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এই অবৈধ ব্যবসা করে আসছিলেন।

মঙ্গলবার, ৫মে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রবিউল হাসান এ রায় দেন।

জহুরুল উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামে মনসুর আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। উপজেলার মদাতী ইউনিয়নের‌ দরগার পাড় এলাকার পাশের একটি পুকুর থেকে বালু উত্তোলনের সময় ব্যবসায়ী জহরুল ইসলামকে আটক করে পুলিশ।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহুরুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতেন বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান রাতদিননিউজকে জানান, করোনাভাইরাসের কারণে প্রশাসনের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেছিল ওই ব্যবসায়ী। তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জেএম/রাতদিন