লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝড়ের আঘাতে কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ঘরবাড়ি, দোকানপাটের ব্যপক ক্ষতি হয়েছে আর আহত হয়েছেন ১০ জনের অধিক মানুষ।
সোমবার, ২৫ মে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনারহাট, বান্দেরকুড়া, চলবলা, চাপারহাট এলাকায় এই ঝড় তান্ডব চালায়।
সরেজমিনে দেখা যায়, ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, সোমবার সকালে সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। নিমিষেই প্রচন্ড ঝড়ে ঘরবাড়ি দোকানপাটসহ লন্ডভন্ড হয়ে যায়।
ঝড়ে উপজেলার সোনারহাট, বান্দেরকুড়া, চলবলা, চাপারহাট ও কাকিনা পাঁচমাথাসহ বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়।
আহতদের মধ্যে এক শিশু ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। শিয়ালখোওয়া এরাকার বাসিন্দা ওই শিশুটির বাবার নাম দুলাল মিয়া। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
চলাবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ সহায়তা দেয়া হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে পুর্নবাসনও করা হবে ক্ষতিগ্রস্থদের।
জেএম/রাতদিন