কালীগঞ্জে নির্মিত হলো ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ বিনম্র শ্রদ্ধায় সর্বস্তরের মানুষ

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মিত হলো ‘ বঙ্গবন্ধু ম্যুরাল । মুক্তিযোদ্ধা রশীদুজ্জামান আহমেদের দেয়া জমির উপর কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এ ম্যুরালটি নির্মাণ করে। 

ইতিহাসের মহা নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে অম্লাণ করে রাখার জন্যই বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণের উদ্যোগ। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ রশীদুজ্জামান আহমেদ ম্যুরাল নির্মাণের স্বপ্ন লালন করেছিলেন । আর এটি সফল বাস্তবায়ন করলেন তারই অনুজ রংপুর বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ।

শুক্রবার, ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ।

এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রশীদুজ্জামান আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার মহসিন টুলু, কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজেদা জামান, কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গাসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এনএ/রাতদিন