কালীগঞ্জে আন্তর্জাতিক স্ক্র্যাবল রোববার

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুদ্ধিবৃত্তিক গেম স্ক্র্যাবলের আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উত্তরের জেলা লালমনিরহাটের কালীগঞ্জে।

কেইউপি উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে পুরণো ছবি।

‘প্রথম আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এর আয়োজন করেছে কালীগঞ্জের কেইউপি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠে আগামী রোববার, ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজক সূত্র জানায়, স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপে মোট ৩৪টি বিদ্যালয়ের ৭০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে। এর মধ্যে নেপালের ৯টি বিদ্যালয়ের ১০জন প্রতিযোগী রয়েছে। বাকিরা রংপুর বিভাগের বিভিন্ন বিদ্যালয়ের।

জানা গেছে, প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। স্ক্র্যাবল প্রতিযোগিতার বাইরে দিনব্যাপি থাকবে নানা আয়োজন।

এ প্রসঙ্গে কেইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ বলেন, ‘উপজেলা পর্যায়ে এ ধরণের একটি আয়োজন অনেক কষ্টের, রয়েছে নানা প্রতিকূলতা। এরপরও আমরা সেটা করতে যাচ্ছি, সারাদেশের শিক্ষার্থীদের স্ক্র্যাবল ছড়িয়ে দিতে।’

এইচএ/রাতদিন