লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর গোপালরায় (বিদুয়ার মাল্লি) এলাকায় রফিকুল ইসলাম রফিক নামের এক মাদক কারবারি পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছে। বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রোববার, ২১ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে।
ওই মাদক কারবারির নামে কালীগঞ্জ, হাতীবান্ধা ও রংপুরের গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্যের ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে কালীগঞ্জের খামারভাতি এলাকার হাবিবুর রহমান হাবুর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানিয়েছেন, প্রথমে ১০০ বোতল ফেন্সিডিলসহ রফিককে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তর গোপাল রায় এলাকায় আরও মাদক উদ্ধারে গেলে রফিকের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গুলি চালালে সে দুই পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এইচএ/রাতদিন