‘কালীগঞ্জ নেভার স্লিপ’ এই প্রতিপাদ্য সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে কালীগঞ্জ প্রিমিয়ার লীগ (কেপিএল) ২০১৯ ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশ নেবে চারটি দল।
টুর্নামেন্ট শুরু হবে আগামী ঈদুল আযহার দ্বিতীয় দিন থেকে কালীগঞ্জ কে ইউ পি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
ক্রিকেট প্রতিভা অন্বেষণ, যুব সমাজ কে মাদকের গ্রাস থেকে দূরে রাখা ও তরুণদের মাঠমুখি করাই কেপিএলের উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকরা জানান, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা সেরা ৬০ জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে চারটি দলে বিভক্ত করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ৫ আগষ্ট কালীগঞ্জ কে ইউ পি স্কুল অডিটোরিয়ামে এ নিলাম অনুষ্ঠিত হবে।
দলগুলো হচেছ কালীগঞ্জ ব্লাস্টার্স, ফিউরিসাস ফাইটার্স, ডেয়ারিং সিক্সার্স ও টেরিফিক হিটার্স।
এনএইচ/ রাতদিন