রূপালি ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে, কমেছে দাম

ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়ায় জেলে-ফিশিং ট্রলার মালিক ও মৎস্য আড়তদারদের মুখে হাসি ফুটেছে। সাগরে ৬৫ দিন সব ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা উঠে যাবার পর গত বুধবার, ২৪ জুলাই সকাল থেকে মাছ ধরা শুরু হয়। এখন জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ।

গত দু’দিন ধরে সমুদ্রে থাকা ইলিশ বোঝাই ট্রলারগুলো আসতে শুরু করেছে বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি বাজারে।

বাগেরহাটের প্রধান মৎস্য আড়ত কেবি বাজারে এখন ইলিশের পর্যাপ্ত সরবারহ থাকায় মাছের দাম কমে গেছে। কেবি বাজারে ৪৫০  থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫শ’ টাকা থেকে ৫৫০ টাকায়। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮শ’ টাকা থেকে ৯শ’ টাকা করে। আর এক কেজি বা তার উর্ধ সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২শ’ থেকে ১৪শ’ টাকায়।  

এই আড়তের ইলিশ বিক্রেতা সোলায়মান আলী বলেন, বাজারে ইলিশের সরবারহ ভালো। দামও অনেক সস্তা। আগামী সপ্তাহে ইলিশের দাম আরও কমে যাবে। 

কেবি বাজার মৎস্য আড়তদার সমিতির সভাপতি আলহাজ আবেদ আলী জানান, গত দুই দিনে সুন্দরবনের নদ-নদীসহ বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। নিয়মিত বর্ষা হলে আরও ভালো সাইজের বড় বড় ইলিশ ধরা পড়বে বলেও তিনি জানান।

জেএম/রাতদিন