লালমনিরহাটে এক নার্স করোনায় আক্রান্ত, রংপুরে ২৪ ঘন্টায় ১৩

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে বৃহত্তর রংপুরের চার জেলা ও পঞ্চগড়সহ পাঁচ জেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সংক্রমণের শীর্ষে রয়েছে গাইবান্ধা জেলা। আক্রান্ত ১৩ জনের ৬ জনই এই জেলার বাসিন্দা। এদের মধ্যে লালমনিরহাট জেলার একজন নার্স রয়েছেন।

শনিবার, ৬ জুন বিকেলে এসব তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে নতুন করে রংপুরে ৪ জন, গাইবান্ধায় ৬ জন এবং লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় ১ জন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

রমেক অধ্যক্ষ জানান, রংপুর জেলার আক্রান্ত ৪ জনের মধ্যে রয়েছেন, নগরীর হনুমানতলা এলাকার ১জন, মেট্টোপলিটন পুলিশ ১জন, ক্যাডেট কলেজ রোড এলাকার ১জন ও তারাগঞ্জ উপজেলার ১জন।

লালমনিরহাট জেলার আক্রান্ত একজন কোভিড-১৯ শনাক্ত রোগী কালীগঞ্জ উপজেলার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে দায়িত্বরত রয়েছেন। এর ফলে জেলায় কোভিড -১৯ রোগীর সংখ্যা বেড়ে ৪৯-এ দাড়ালো।

গাইবান্ধায় আক্রান্ত ৬ জনই গোবিন্দগঞ্জ উপজেলার।

কুড়িগ্রামের করোনায় আক্রান্ত শনাক্ত ব্যাক্তির বাড়ী নাগেশ্বরী উপজেলায়।ফলে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৬ জনে।

এদিন রংপুর ল্যাবে পঞ্চগড় জেলার একজনের করোনায় আক্রান্ত নিশ্চিত হয়।

অন্যদিকে নতুন ৪ জন শনাক্তের ফলে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬৪ জনে। আর জেলার ২০৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৯ জন।

জেএম/রাতদিন