কাশ্মীরে কথিত ‘বন্দুকযুদ্ধ’: শিশুসহ নিহত পাচ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন কমপক্ষে পাঁচজন। নিহতদের মধ্যে ছয় বছরের একটি শিশুও রয়েছে।

শুক্রবার, ২৬ জুন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী কাশ্মীরের বিজবেহারা শহরে শুক্রবার সন্দেহভাজন একদল বিদ্রোহীর সঙ্গে ভারতের আধাসামরিক বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে এর মাঝখানে একটি গাড়ি আটকা পড়ে যায়। গাড়িতে ওই শিশুটি ছিলো। এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম না প্রকাশের শর্তে ওই পুলিশ কর্মকর্তা এএফপি-কে বলেন, ‘বন্দুকযুদ্ধের সময় ওই শিশুসহ একজন সেনা সদস্য আহত হন। এরপর তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।’

এদিকে শ্রীনগরের পাশের চেওয়া নামক একটি এলাকায় বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে সেনা সদস্যদের মধ্যে ২০ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলার পর তিন বিদ্রোহী নিহত হন। এ খবর জানিয়েছে সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া।

এ নিয়ে কাশ্মীরে পৃথক ঘটনায় তিন দিনের ব্যবধানে কমপক্ষে ১১ জন বিদ্রোহী নিহত হলো

করোনার বিস্তার নিয়ন্ত্রণে মার্চের শেষদিকে দেশজুড়ে ভারত সরকার লকডাউন ঘোষণার পর থেকে বিতর্কিত কাশ্মীর উপত্যকায় দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানের গতি ব্যাপক বেড়েছে। পুলিশের হিসাবে এই সময়ে অন্তত ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

অন্যদিকে বছরের শুরু থেকে বন্দুকযুদ্ধে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সুত্রটি জানায়।