কুড়িগ্রামে ইয়াবাসহ কাউন্সিলরের স্ত্রী-ছেলে গ্রেপ্তার

ইয়াবাসহ কুড়িগ্রামের উলিপুরের এক পৌর কাউন্সিলরের স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার, ২৭ মে বিকালে পাঠান পাড়া গ্রাম থেকে ৩৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উলিপুর পৌরসভার ৬ নম্বর (সদর) ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমের স্ত্রী মিনারা বেগম (৪৫) ও পুত্র মানিক মিয়া (২০)।

পুলিশ জানায়, ওই কাউন্সিলরের স্ত্রী ও পুত্র উভয়ে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এইচএ/রাতদিন