মধ্যরাতে ফেন্সিডিলসহ রংপুরে ধরা হাতিবান্ধার এনামুল

রংপুরে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাহনগর পুুলিশ। এর সময় তার সাথে থাকা বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার, ১৫ মার্চ দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পরশুরাম থানাধীন হারাটি বাজার এলাকার মোড়ে অভিযান চালায়। অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল ও একটি কালো রংয়ের মোটরসাইকেলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ওই মাদক কারবারির নাম এনামুল হক (৩০)। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার জিগারঘাট দোলাপাড়া এলকার আমিনুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) আরিফুজ্জামান দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে পরশুরাম থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা হয়।