কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের নমুনার পরীক্ষা করে ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ১৯ জন, ফুলবাড়ি উপজেলায় চারজন ও নাগেশ্বরী উপজেলায় একজন রয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭৫ শতাংশ।
শনিবার (১৯ জুন) রাতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৭ জন।
সিভিল সার্জন বলেন, আজ ৩২ জনের নমুনা সংগ্রহ করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা। বাকি পাঁচজন অন্যান্য উপজেলার। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছেন।
এনএ/রাতদিন