কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম মোনা (৩৫)। তার বাড়ি কলেজ সংলগ্ন শিবরাম গ্রামে।
স্থানীরা জানায়, বুধবার, ৬ মে বিকালে প্রতিদিনের মতো একটি জায়গায় মুরগির খাঁচা তৈরির সময় একটি গাছ হঠাৎ ভেঙে পড়ে। এতে মোনা গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনএ/রাতদিন