কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে  দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, চলতি দ্বিতীয় দফা বন্যায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিশু ৪ জন। এছাড়াও প্রথম দফা ১২ দিনের বন্যায় পানিতে ডুবে ৭ জন শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে করে জেলায় প্রায় ৩ সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে ১৬ জনের প্রাণহানী হয়েছে।

আজ শনিবার, ১৮ জুলাই উলিপুর উপজেলার বায়েজিদ (৮), মুন্নি (১৮ মাস) ও গ্রাম পুলিশ সদস্য সুরুজ্জামান (৪৫) মারা যান।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাস চন্দ্র বলেন, উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নে দুটি পৃথক ঘটনায় শনিবার সকালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সাহেবের আলগা ইউনিয়নের চর-বাগুয়া গ্রামের মন্তাজুলের ছেলে বায়েজিদ বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।

অপরদিকে, হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ারপাড় গ্রামে নানা বাবর আলীর বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের ডোবায় ডুবে মারা যায় ১৮ মাসের কন্যা শিশু মুন্নি। তার বাবার নাম বকুল মিয়া। তার বাড়ি একই উপজেলার থেতরাই ইউনিয়নে।

চিলমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, নিজের ক্ষেতের পাট জাগ দিতে গিয়ে বন্যার পানিতে ডুবে সুরুজ্জামান মিয়া (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে এ ঘটনা ঘটে।

এবি/রাতদিন