জমি লিখে না দেয়ায় ছেলের হাতুরির আঘাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রবাসী নুরু মিয়া (৫৩) খুন হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে।
আটকরা হলেন- নিহতের স্ত্রী রাবেয়া খাতুন (৪৮), ছেলে রাশেদুল ইসলাম (৩০), আব্দুল্লাহ (২২) এবং আতিকুর রহমান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী নুরু মিয়া (৫৩) দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের কুয়েতে চাকরি করে ৭/৮ বিঘা জমি কিনেন। এর মধ্যে বেশি জমি স্ত্রী ও ছেলেদের নামেই কিনেছিলেন। তিন বিঘা জমি নুরু মিয়া তার নিজের নামে রাখেন।
দীর্ঘদিন থেকে বাবার নামে কেনা জমি নিজেদের নামে লিখে দিতে স্ত্রী ও তিন ছেলে চাপ দিতে থাকে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে নুরু মিয়াকে নিজ ঘরের মেঝেতে ফেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত স্ত্রী ও তিন ছেলেকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এনএইচ/রাতদিন