কুড়িগ্রামে ২ কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

কুড়িগ্রামে বিজিবি’র উদ্ধারকৃত প্রায় ২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ২২ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ, এএফডব্লিউসি, পিএসপি। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী, পিএসসি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও কাস্টমস কর্মকর্তাসহ সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।

এ সময় ২২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময় আটককৃত প্রায় ২ কোটি টাকা মূল্যে ফেনসিডিল, মদ, ইয়াবা ও গাঁজা ধ্বংস করা হয়।

এনএ/রাতদিন