কুড়িগ্রামে নতুন করে তিন পুলিশ সদস্যসহ আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আজ রোববার, ৫ জুলাই বিকেলে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরী থেকে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে পুলিশ সদস্য তিন জন, ফুলবাড়ী উপজেলায় চার জন, উলিপুর উপজেলায় একজন জন এবং ভূরুঙ্গামারী উপজেলায় দুই জনসহ মোট ১০ জনের ফলাফল করোনা পজিটিভ।
সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, রোববার বিকেল পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। এদের মধ্যে মৃত্যু ঘটেছে ৪ জনের। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১১৬ জন।
তিনি আরও জানান, রোববার হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৫ জন। মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে ২ হাজার ৫৭৬ জনকে।
সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত ৩ হাজার ২২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২ হাজার ৮২৯ জনের। তারমধ্যে ২২১ জনের ফলাফল পজিটিভ।
এবি/রাতদিন