কুড়িগ্রাম ও লালমনিরহাটের পাটগ্রামে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে আজ বুধবার, ৫ জুন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার, ৪ জুন সন্ধ্যার পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এতে সভাপতিত্ব করেন।
প্রথম বৈঠক শেষে চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দেয়ার পর রাত ১১টায় পরবর্তী বৈঠকে এ সিদ্ধান্ত দেয়া হয়।
সন্ধ্যায় প্রথম বৈঠকের পরে রাতে আবারো বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী রাত ১১.১৫টায় প্রেস ব্রিফিং এ জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসক ও লালমনিরহাটের পাটগ্রামের টিএনও এর বরাত দিয়ে সেখানে ৭ জনসহ শতাধিক ব্যাক্তি চাঁদ দেখেছেন বলে জাননো হয়।
সেমতে বুধবার, ৫ জুন শাওয়াল মাসের প্রথম দিন দেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
জেএম/রাতদিন