‘দেবোত্তর ট্রাষ্ট বোর্ড’ পরিচালিত কোচবিহার রাজ পরিবারের কূল দেবতা মদন মোহন মন্দিরের সচিব পদে নিযুক্ত হলেন সুপর্ণা বিশ্বাস। ১৮৮৫ সালে মন্দির স্থাপনের পর থেকে এই প্রথম কোনো মহিলা ‘সচিব’ পদের দ্বায়িত্ব পেলেন।
সচিব পদে দায়িত্বভার গ্রহণ করার সময় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা, সদর মহকুমা শাসক সঞ্জয় পালসহ অনেকে। সচিব পদে দায়িত্ব নিয়েই মন্দিরে পূজা দেন তিনি।
এদিন নতুন পদে যোগ দিয়ে সুপর্ণা বিশ্বাস বলেন, ‘ইশ্বরের কৃপায় আজ এই জায়গায় আসতে পেরে বেশ ভালো লাগছে। আমার যারা পুর্বসুরি তারা যেমন সমস্ত কাজ কর্মকে এগিয়ে নিয়ে গেছেন, তেমনি আমিও সেই সব কাজকে এগিয়ে নিয়ে যাবো।’
এদিকে কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা বলেন, ‘বিশেষভাবে আমি গর্বিত। একজন মহিলা আজকে এই দায়িত্ব নিয়েছে। এই প্রথম একজন মহিলা এই কর্মভারের দায়িত্বে রয়েছেন।মহিলা সমাজ এগিয়ে এসেছেন।’
১৩৪ বছর আগে স্থাপিত এই মন্দিরে এতদিন যাবৎ মাহারাজারা এর দায়িত্বে ছিলেন । এবারই প্রথম এই ইতিহাস রচিত হলো।
আরআই/রাতদিন