কড়া নিরাপত্তায় আদালতে সাহেদ, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করা হয়েছে। তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।গতকাল প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এর আগে গতকাল বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। এর পরপরই সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। প্রথমে তাকে সরাসরি র‌্যাব সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে উত্তরা ১১ নম্বর সেক্টরে তার গোপন একটি কার্যালয়ের হদিস পাওয়া গেলে সাহেদকে নিয়েই সেখানে অভিযানে যায় র‌্যাব। সেখানে বিপুল পরিমাণ জাল টাকা পাওয়া যায় বলে জানায় র‌্যাব। পরে তারা সাহেদকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাহেদকে হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানের হাজতখানায়ই রাত কাটে তার।