খবরের কাগজ দিয়ে প্রতিমা বানিয়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্র

করোনাকালে বাইরে গিয়ে দেবী দর্শন কিংবা আনন্দ উপভোগ বিপজ্জনক হতে পারে- এমন চিন্তা থেকে বাড়িতেই বানানো হয়েছে দুর্গাপ্রতিমা। আর এ কাজটি করেছে উচ্চ মাধ্যমিক পড়ুয়া শুভ্রদীপ।

আর এ প্রতিমা বানাতে সে ব্যবহার করেছে পুরনো খবরের কাগজ। এ খবর ছড়িয়ে পড়ার পর তার বাড়িতে এখন দর্শনার্থীদের ভিড় জমছে।

শ্রভ্রদীপের বাড়ি সীমান্তের ওপারে, ভারতের কোচবিহার জেলার দিনহাটা শহরে।

শুভ্রদীপ জানায়, দুর্গা প্রতিমা গড়তে সে বাড়িতে রাখা পুরোনো খবর কাগজ ব্যবহার করেছে। এছাড়া ব্যবহার করেছে রং ও আর্ট পেপারের মতো সামগ্রীও।

হঠাৎ দুর্গা প্রতিমা তৈরির কারণ হিসেবে শুভ্রদীপ জানায়, এবছর করোনা আবহে বাইরে গিয়ে দুর্গাপূজার আনন্দ উপভোগ করা বিপজ্জনক হতে পারে। তাই বাড়িতে বসেই যাতে পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, সেজন্যই এই উদ্যোগ।

এবি/রাতদিন