খালেদা জিয়ার মুক্তি দাবিতে রংপুরে বিক্ষোভ, পুলিশি বাধায় কার্যালয়ের ফটকে সভা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। এর পাশাপাশি বিচার বিভাগের ওপর সরকারী হস্তক্ষেপেরও প্রতিবাদ করা হয় ওই মিছিল থেকে।   

রোববার, ১৫ ডিসেম্বর দুপুরে রংপুর শ্যালো মার্কেট থেকে এই মিছিল বের করা হয়।

এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু।

মিছিলটি দলীয় কার্যালয়ের মুল ফটকের সামনে পুলিশি বাধার সম্মুখীন হয়। এতে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে নেতাকর্মীরা।  এক পর্যায়ে সেখানেই বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, মহানগর সহ সভাপতি সুলতানুল আলম বুলবুল, কৃষকদল মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম।

এসময় বক্তারা বলেন, বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ প্রমাণ করেছে এই সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়ে ফেলেছে। বিচার বিভাগ স্বাধীন থাকলে খালেদা জিয়াকে জেলে থাকতে হতো না।

বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করা হয় সমাবেশ থেকে।

জেএম/রাতদিন