রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গজঘন্টা থেকে রংপুর যাওয়ার পথে অটোরিকশাকে পেছন থেকে একটি সিএনজি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার, ২৫ জুন বিকেল ৩টার দিকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের পেয়াদাপাড়া (কদমতলা) এলাকার রংপুর-মহিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাবর আলী (৫৫) গজঘন্টা ইউনিয়নের জয়দেব কৈপাড়া গ্রামের জহুর আলীর পুত্র। তিনি গজঘন্টা বাজারে ফল ব্যবসা করতেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ওই ব্যবসায়ি একটি অটোরিকশাযোগে ফল আনার জন্য রংপুর শহরে যাচ্ছিলেন। এসময় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি ও অটোরিকশা দুটোই উল্টে যায়।
ঘটনায় বাবর আলীসহ অটোরিকশা চালক আফজাল ও যাত্রী আজিজুল গুরুতর আহত হন। এ অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আফজাল ও আজিজুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চালক পলাতক থাকলেও অটোরিকশা ও সিএনজি আটক করেছে এলাকাবাসী।
জেএম/রাতদিন