গঙ্গাচড়ায় ‘চুপিসারে’ নারী ফোরামের কমিটি গঠনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে উপজেলা নারী ফোরামের কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার নারী নেত্রীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা নারী ফোরামের সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও নোহালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মিনা বেগমসহ নারী নেত্রীরা দ্রুতই অবৈধভাবে গঠিত এ কমিটি ভেঙ্গে দেওয়ার দাবি জানিয়েছেন।

তারা বলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও পদাধিকারবলে নারী ফোরামের সভাপতি রাবিয়া বেগম গত ১৬ই সেপ্টেম্বর ওই কমিটির সাধারণ সম্পাদক মিনা বেগমসহ কমিটির বেশকিছু সদস্যকে অবহিত না করে চুপিসারে তার আনুগত্য কিছু সংরক্ষিত ইউপি সদস্যাকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে অবৈধভাবে নারী ফোরামের নতুন কমিটি গঠন করেন।

ওই কমিটিতে তার একান্ত কাছের গজঘন্টা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ঝর্না বেগমকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের সভায় সাধারণ সম্পাদকসহ কমিটির বেশকিছু সদস্যকে অবহিত না করায় তারা এ কমিটিকে অবৈধ দাবি করে তা দ্রুতই ভেঙ্গে দেয়ার দাবি জানান।

তবে ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কমিটি গঠনের প্রক্রিয়া ঠিক রয়েছে।

জেএম/রাতদিন