রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রী দেয়া অনুদান কর্মহীনদের গ্রামের পাড়ায় পাড়ায় পৌঁছে দিলেন নোহালী ইউনিয়ন চেয়ারম্যান। করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসমাগম না করা ও শারীরিক দূরত্ব বজায় রাখার সরকারী নির্দেশ বাস্তবায়নে তিনি নিজ দায়িত্বে গাড়ী ভাড়া করে ত্রাণসামগ্রী কর্মহীনদের বাড়ি বাড়ি পৌছিয়ে দেন।
রবিবার, ১৯ এপ্রিল চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল এভাবেই ইউনিয়নের কর্মহীন মানুষদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে কথা হলে তিনি জানান, ‘ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী দেয়া অনুদান বিতরণ করলে যত চেষ্টাই করিনা কেন জনসমাগম হবেই। এতে করোনা ভাইরাস রোধে নেয়া সরকারি পদক্ষেপ ভেস্তে যাবে। তাই আমি ইউপি সদস্য ও গ্রাম পুলিশ অনসার সদস্যদের সহযোগিতায় ইউনিয়নের কর্মহীন, দুস্থ ও অসহায়দের তালিকা করি ওই তালিকা অনুযায়ী অনুদান গুলো গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে পৌঁছে দিচ্ছি।’
তিনি বলছিলেন, ‘এতে আমার একটু বাড়তি খরচ ও পরিশ্রম হচ্ছে তার পরেও সরকারের নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করছি। অসহায় মানুষদের পাশে দাড়াতে পারছি এতেই আমার আনন্দ।’
তিনি জানান, সরকারি বরাদ্দে পাওয়া ৮ মেট্রিকটন চাল ৮ শত পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম রহমান, ইউপি সদস্য, গ্রামপুলিশ, অনসার সদস্যগন এসময় তার সাথে উপস্থিত ছিলেন।
সুজন আহম্মেদ/জেএম /রাতদিন