গঙ্গাচড়ায় পুজোর কাপড় পেলেন ৬০ দুস্থ পরিবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ার ষাট জন দুস্থ সনাতন ধর্মাবলম্বীকে নতুন কাপড় উপহার দেয়া হয়েছে। এসব কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি ও ধুতি ইত্যাদি।

আজ শনিবার, ২৪ অক্টোবর উপজেলায় মাঠেরপাড় এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল রায়ের উদ্যোগে ওই এলাকার দুস্থ নারী,পুরুষ ও বৃদ্ধের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অমল রায়ের মা কমলা রানী নিজ হাতে এসব সামগ্রী বিতরণ করেন।

অমল রায় একজন শিক্ষক ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে আসছেন। এরই অংশ হিসেবে প্রতিবছরের মত এবারও তার প্রতিষ্ঠান অর্ক ট্রেডার্স এর যৌথ অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করেন।

বিতরণ শেষে ব্যবসা অর্ক ট্রেডার্সে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, সীমিত সম্পদ থেকে সাধ্যমত মানুষের সেবা করার চেষ্টা থেকেই এই উদ্যোগ।’

এসময় তার সহধর্মিণী অর্ক ট্রেডার্সের স্বত্বাধিকারী হিমানী রানী, অর্ক ট্রেডাসের ম্যানেজার বিজয় কুমার রায়, অফিস সহায়ক সম্রাটসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন