গরুর ‘ধাক্কায়’ ট্রেনের ইঞ্জিন বিকল!

আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি গরুর ‘ধাক্কা’ লেগে ট্রেনটির  ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এতে একদিকে যেমন গরুটি মারা যায়, অন্যদিকে ট্রেনটি ঘন্টাখানেক আটকা পড়ে।

রোববার, ৭ জুলাই সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে কালের কন্ঠ অনলাইন ও জাগোনিউজ। ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল।

জানা গেছে, মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন ছেড়ে কুলাউড়া যাবার পথে মনু রেলস্টেশন এলাকায় একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে ট্রেনটি আটকা পড়ে। সন্ধ্যা ৭টা ১১ মিনিট পর্যন্ত ট্রেনটি মনু স্টেশনে আটকা ছিল। ট্রেনের ধাক্কায় গরুটি ঘটনাস্থলেই মারা গেছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবি/রাতদিন