করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে মারা যাওয়া কিশোর করোনায় অক্রান্ত ছিল। মারা যাওয়ার পর সংগৃহীত নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে তার। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে।
ওই কিশোরের মৃত্যুর মাধ্যমে করোনায় আক্রান্ত হয়ে গাইবান্ধায় এই প্রথম কোনো করোনা রোগীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল বিকেলে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ওই কিশোর তার বাবা-মার সঙ্গে সাভার পল্লী বিদ্যুৎ এলাকায় বসবাস করতো। দেশজুড়ে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে ওই পরিবারের সবাই গত ২০ এপ্রিল শাখাহার ইউনিয়নে তাদের গ্রামের বাড়ি আসে। পরে ২৪ এপ্রিল ওই কিশোর অসুস্থ হলে ২৫ এপ্রিল তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের সন্দেহ হলে কিশোরের নমুনা সংগ্রহের জন্য সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই ওইদিন রাতে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং ২৭ এপ্রিল তার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে।
শাখাহার ইউনিয়নে ওই কিশোরের সংস্পর্শে আসা ৫০ জনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এবি/রাতদিন