গোবিন্দগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাহাত (১৪) নামের ওই শিক্ষার্থী কাটাবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে কাঁঠালবাড়ী মোস্তাফিয়া,সিনিয়র আলীম মাদ্রাসার ছাত্র ছিল।

গতকাল রোববার, ১৮ আগষ্ট বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  রোববার বিকালে নিহত রাহাতের সাথে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেলের খেলা নিয়ে কথাকাটাকাটি হয়।  এরই জেরে রাহাতকে মারধর করে রুবেল ও তার সহযোগীরা। এতে ঘটনাস্থলেই মারা যায় রাহাত।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাহাতের মরদেহ  উদ্ধারসহ রুবেল ও তার ভাবী ডলি বেগমকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচএ/রাতদিন